আসাদুজ্জামান জামাল, ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় আগুনে পুড়ে মা ও দুই শিশু দগ্ধ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনে দগ্ধ মা ও দুই শিশুকে উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর (রোববার) ভোররাতে ভালুকা পৌরসভার ৪ নং ওয়ার্ড তোতা খার ভিটার আব্দুস সাত্তার মাস্টারের বাসায় এ ঘটনাটি ঘটে।
ভালুকা খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী রবিন মিয়া পরিবার নিয়ে ঐ বাসায় ভাড়া থাকেন। জানাযায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতে রবিন মিয়া স্ত্রী মনি আক্তার (৩০),৭ বছরের শিশু জাফরান ও ৮ মাসের ছেলে মায়ান আগুনে পুড়ে দগ্ধ হয়।ঘটনার রাত স্বামী রবিন বাসায় ছিলেন না।
প্রতিবেশীরা জানান আগুন রুমে ছড়িয়ে পড়লে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনে পুড়ে দগ্ধ অবস্থায় তিন জনকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে অফিসার আতিকুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ দুই শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সকল আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান ওই কর্মকর্তা।