মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে দেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবিদের হত্যা করেছে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর-আল শামস বাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, পৌরসভার মেয়র ইমদাদুল ইসলাম তুহিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোরে লালমোহন পৌর শহরের থানার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।