ডেস্ক রিপোর্ট: সাংবাদিকদের লেখনির মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্প অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে। দেশের উন্নযনে সাংবাদিকদের ভুমিকা কোন অংশে কম নই। আমার জীবনের প্রথম সম্মননা স্বারক আমি জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকেই পেয়েছিলাম। সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও পিকনিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। শনিবার (২০ জানুয়ারি) হোটেল-মোটেল জোনের অভিজাত রেস্তোরা ক্যাফে ডিঙি রেস্টোরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সভাপতি দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার সহ-সম্পাদক নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে জেলা কমিটির অভিষেক ও পিকনিক অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মোঃশাহজাহান মোল্লা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ কামরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি এড.জিএএম আশেক উল্লাহ,কোষ্ট ফাউন্ডেশনের সহকারী প্ররিচালক মোঃ জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা, এডভোকেট আবু মুছা,কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল বাসার মজুদার,সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগিয় সভাপতি খায়রুল ইসলাম,সহ সভাপতি মমিনুর রশীদ শাইন,জেলা কমিটির সাবেক সভাপতি কামাল হোসেন আজাদ,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, টেকনাফ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি নুর হোসেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান,বাংলা টেলিভিশন কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ আমিনুল হক আমিন, বিশিষ্ট ব্যবসায়ি মুকিম খান, ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির খান, সাংবাদিক ইউনিটির সভাপতি মাষ্টার শাহাদাত হোসেন,বৈশাখী টেলিভিশন কক্সবাজার জেলা প্রতিনিধি শাহাজান চৌধুরী শাহিন,জি টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরো,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ,
উখিয়া উপজেলা কমিটির সভাপতি মাষ্টার আবুল কালাম,আজাদ,চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোসেন,কাউছার উদ্দিন শরিফ নাছির উদ্দিন পিন্টু, আজিজুর রহমান রাজু,রাশেদুল আলম রাশেদ,আরফাত,ছৈয়দ আমিন, চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাহাজাল সাহেদ,উখিয়া কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন টিপুসহ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অতিথি ও সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অনুষ্টান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির ঈদগাঁও উপজেলা প্রতিনিধি ওসমান গনি ইলি। মধ্যহৃ ভোজের মধ্যদিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্টানে জেলা ও বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।