জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
ভাষার মাস ফেব্রুয়ারী , রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ছাত্র জনতা ৫২ সালের আন্দোলনে প্রান দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে। সেই ভাষা শহীদদের স্বরণে ইতালির পাদোভা স্হায়ী শহীদ মিনারে স্হানীয় মেয়র সহ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে বাংলাদেশ সময় রাত ১২ টা ১ মিনিট ও ইতালি সময় সন্ধ্যা ৭ টা ১ মিনিটে পাদোভা স্হায়ী শহীদ মিনারে স্হানীয় মেয়র মার্কো স্কিসেয়েরো সহ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংবাদিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। সবুজ বাংলা এসোসিয়েশনের আয়োজনে প্রভাতফেরী তে অংশগ্রহণ করেন , স্হানীয় মেয়র, পাদোভা আওয়ামীলীগ , যুবলীগ , বিএনপি , যুবদল, ভেনিস বাংলা স্কুল , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি, ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন। সে সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন , মেয়র মার্কো স্কেসিয়েরো, সবুজ বাংলা এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান ফখরুল, সাধারণ সম্পাদক কামরুল মজুমদার, ইন্জিনিয়ার নাদিয়া ফিলিপ্পি, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন সহ অনেকে। পরিশেষে শহীদদের স্বরণে ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।