পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে এ আলোচনার আয়োজন করা হয়। এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃতিচারণ তুলে ধরেন।
উপজেলা আ.লীগের সহসভাপতি ও রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটনের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে দেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি এম.জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী,বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক আলী হোসাইন, তাতীলীগের সভাপতি জায়েদ মোর্শেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.আজম, কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক আমিরুল খোরশেদ চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটিই স্বাধীনতা যুদ্ধের মুল কেন্দ্রবিন্দু। এ ভাষনের মধ্য দিয়ে বাংলার জনগণ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার প্রেরণা জোগায়। কিন্তু ভাগ্যের নির্মম স্বাধীনতার এতো বছর পরেও বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নাম বিক্রি করে সুবিধাবা ভোগ করে। অথচ দলের খারাপ সময়ে কেউ পাশে থাকে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা এসব দালালদের চিহ্নিত করতে হবে।
এসময় আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।