জাকির হোসেন সুমন,ব্যাুরো প্রধান ইউরোপঃ দেশে ও প্রবাসের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সেখানকার প্রবাসী বাংলাদেশীরা । সফলতার ১০ বছর পার করে ১১ বছরে পদার্পণ উপলক্ষে ইতালির ত্রেভিজো শহরে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান । রমজান মাস হওয়ায় বাদ মাগরিব শহরের একটি রেস্তোরাঁয় আয়োজন করাহয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান । ভেনিস ও ত্রেভিজো শহরে বসবাসরত বাংলাদেশী কমিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা তুলে ধরেন যমুনা টেলিভিশনের জনপ্রিয়তা হওয়ার কারন ও সফলতার গল্প। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা নিয়ে যমুনা টেলিভিশনের দেশে ও প্রবাসে জনপ্রিয়তার কথা উঠে আসে বারবার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার । সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি ও যমুনা টেলিভিশনের সহকর্মী জাকির হোসেন সুমন, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল , সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সবুজ , সহ প্রচার সম্পাদক অহিদুল ইসলাম , ত্রেভিজো বাংলা স্কুলের সাধারণ সম্পাদক তৈয়ব হোসেন, ত্রেভিজো কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী মোরশেদ আলম, দুলাল উদ্দিন আনোয়ার, মোবারক হোসাইন , ইমরান হোসেন , সোয়েব শিকদার , রতন মিয়া প্রমূখ । বক্তারা বলেন যমুনা টেলিভিশনের প্রবাসের সাংবাদিকরা বাংলাদেশ কমিউনিটির সব সংবাদ গুরুত্বের সাথে তুলে ধরছেন। দেশের ন্যায় প্রবাসে ও সেরাদের সেরা চ্যানেল হওয়ার পেছনে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা রয়েছে। অতীতের ন্যায় আগামীতেও যমুনা টেলিভিশনের সংবাদ দর্শকরের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করবে এটাই সকলের প্রত্যাশা।