দুপচঁচিয়া,উপজেলা প্রতিনিধিঃ ০৭/০৪/২০২৪ ইং রোজ-রবিবার দুপচাঁচিয়া উদয়ন একাডেমির এইচ এস সি পরীক্ষার্থী ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত পণ্যের মাঝে ছিলেন সেমাই, চিনি, সুগন্ধ চাল, কিসমিস, বাদাম, খেজুর, গুড়া দুধ, সাবান ইত্যাদি।
উদয়ন একাডেমীর এইচএসসি পরীক্ষার্থী ব্যাস ২০২৪ এর শিক্ষার্থী নিবেদিতা কুন্ডুর উদ্যোগে সম্মানিত পরিচালক ও সকল শিক্ষার্থীদের সহযোগিতায় এই আয়োজন করা হয়।
সকল শিক্ষার্থীরা নিজেদের অভিভাবকের দেয়া টাকা থেকে সঞ্চয় করে তারা এই মানবিক কাজ করে আত্মতৃপ্তি উপভোগ করে।
শিক্ষার্থীরা বলেন অসহায় মানুষদেরকে সামান্য কিছু দান করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমরা সকলের কাছে দোয়া চাই আমরা যেন ভালোভাবে পড়াশোনা করে কর্মজীবনে গিয়ে এভাবেই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারি।
তারা আরো বলেন আমাদের মানবতার ফেরিওয়ালা অত্র প্রতিষ্ঠানের পরিচালক এম আমিরুল ইসলাম স্যার ও খাদিজা ম্যামের মতো মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা পড়াশুনার পাশাপাশি মানবিক কাজে সফল হতে পেরেছি।
তাই শ্রদ্ধেয় স্যারে ও ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন, অত্র ব্যাচের মেধাবী শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, আসিফা, মোহন,মোস্তাকিম, বিথী,সানজিদা, জাহাঙ্গীর, জেসমিন, মামুন, জেরিন, রওশন, কাজলী,নিতু, প্রমুখ।