মোঃ সাইফুল ইসলাম আকাশ,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ১১৪৭ জন জেলের মাঝে মৎস ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ২৫ মে বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় শত শত জেলেদের উপচে পড়া ভীড় দেখা গেছে,চাল পেয়ে হতদরিদ্র একাধিক জেলে বলেন,নদীতে যাইতে পারি না’খুব কষ্টে আছি এ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে আমাগো চাল দিছে,আমরা খুব খুশি হইছি।
পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন খান বলেন,পক্ষিয়া ইউনিয়নের ২০৮৩ জন নিবন্ধনকৃত জেলেদের মধ্যে ১১৪৭ জন প্রকৃত জেলের মাঝে এপ্রিল-মে ২ মাসের ৪০ কেজি করে ৮০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে,বরাদ্দ কম থাকায় যাচাই-বাছাই করে যারা প্রকৃত অসহায়-দুস্থ জেলে তাদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন,পরবর্তীতে বরাদ্দ আসলে বাকি জেলেদের মাঝে তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে চাল বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতা(তদারকি কর্মকতা) মোঃ মনির হোসেন,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ হুমায়ুন কবির,পক্ষিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হুসাইন সহ বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ,সংরক্ষিত আসনের ইউপি সদস্যবৃন্দ।