বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ সোমবার ২৪ শে জুন সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর ২৩-২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন ধানের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রতকুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী প্রমুখ।