বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন নতুন বাংলাদেশে নতুন সংবিধান হওয়া প্রয়োজন। কারন একটা অন্যায় এবং স্বৈরাচার অবস্থার মধ্যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ থেকে আমরা মুক্ত হয়েছি। সেই কারনে আমাদের সামনের দিকে নতুন করে চিন্তা করতে হবে। আমি আশা করি আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা নতুন সংবিধান হওয়া প্রয়োজন, আমি মনে করি নতুন সংবিধান হলেই বাংলাদেশে যে বৈষম্য এখনো আছে সেই বৈষম্যগুলো চলে যাবে। আমি বিশ^াস করি যাতে পূরাতন গ্লানি ফেলে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। নতুন সংবিধান মানে নতুন সামাজিক চুক্তি, একটা দেশের রাস্ট্র ব্যবস্থা তৈরি হয় সামাজিক চু্ক্তির মাধ্যমে। রাস্ট্রের সাথে নাগরিকদের একটি অলিখিত চুক্তি। পুরোনো যে সামাজিক চুক্তি ছিল সেই চুক্তির দিন শেষ। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে একটা নতুন সামাজিক চুক্তির মাধ্যমে। তিনি আজ দুপুরে শ্রমিক দল আয়োজিত পঞ্চগড়ের বানিয়া পাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু, সহ-সভাপতি মনোরঞ্জন বনিক, পুজা উদযাপন পরিষদের নেতা প্রদিপ কুমার , বাবু সুভাষ চন্দ্র রায় সহ সনাতন ধর্মীয় নেতারা বক্তব্য দেন । সনাতন ধর্মীয় নেতা ও পুজা উদযাপন পরিষদের নেতারা জানান প্রতিবার সরকার পতনের পর হিন্দুরা চরম আক্রোশের স্বীকার হয় । কিন্ত এবার আমরা দেখলাম বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আমাদেরকে রক্ষায় এগিয়ে এসেছে। আমাদের মন্দীর বাড়ি ঘর পাহারা দিয়েছে। দেশের ইতিহাসে বিএনপি নতুন দিনের নতুন রাজনীতির সূচনা হয়েছে। আগামি দিনে বিএনপি’র ধানের শিষে ভোট দেওয়ার অঙ্গিকার করেন বক্তারা। মত বিনিমময় সভায় জেলার প্রায় তিন শতাধিক হিন্দু পরিবারের লোকজন মত বিনিময় সভায় অংশ নেন।