রাকিব হোসেন ঢাকা: বিশেষ কায়দায় প্রতিনিয়ত রাতের আঁধারে পানি ভর্তি করে তাজা মাছ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সেই ট্রাকগুলোর উপরিভাগে পানি নিয়ন্ত্রণে নেই কোনো ব্যবস্থা। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে পড়ছে মাছের পানি। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও যাতায়াতকারী মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পিস ঢালাই, এতে করে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। মহাসড়কের সরে জমিনে গিয়ে দেখা যায় মধ্যরাত বাগমারা, চারঘাট, এলাকা থেকে শতশত পানিভর্তি মাছের ট্রাক এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে। তবে মাছবাহী ট্রাকগুলোর পানি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেই। এই সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা মার মুখি হয়ে যায় আবার কেউ কেউ দৌড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী জানান: প্রতিটি ছোট-বড় মাছবাহী ট্রাকের উপরিভাগে পানি নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে ওই ট্রাকগুলোর পানি মহাসড়কসহ আঞ্চলিক সড়কজুড়ে পড়তে থাকে। সড়কে গর্ত থাকলে বা কোথাও ওই মাছবাহী ট্রাক ব্রেক করলে সেখানেই উপচে পড়ে পানি। সড়কে যাতায়াতকারীদের ওপরও কখনো কখনো পড়ে মাছের পানি। ফলে হাজার কোটি টাকা যেভাবে নষ্ট হচ্ছে ঠিক তেমনি প্রতিনিয়তই বাড়ছে মানুষের দুর্ভোগ।