কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে ট্রলি গাড়ি দিয়ে পরিবহনের সময় ট্রলির চাপায় সায়েদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার পাড়ুয়া উজানপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পাড়ুয়া উজানপাড়া রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়সূত্রে জানা যায় শাহ আরেফিন টিলা থেকে বেপরোয়া গতিতে পাথর বুঝাই একটি ট্রলি রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল সায়েদ মিয়া। বেপরোয়া গতিতে চালানো ট্রলি চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর দিয়ে তুলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট মেডিকেলে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে, প্রায় প্রতিদিনই অবৈধভাবে শাহ আরফিন টিলা থেকে পাথর চুরি ও লুটপাট হয়। রাস্তা দিয়ে প্রায়ই তারা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় বিভিন্ন ধরনের দূর্ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার এসআই মাসুদ আহমেদ জানান দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলি পুলিশের হেফাজতে রয়েছে। লাশ পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা গাড়ির মালিককে খোঁজে বের করার চেষ্টা করছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।