বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সরকারিভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (৯ আগষ্ট) দুপুরে বিভিন্ন পূজা মন্ডপে সরকারি ভাবে আর্থিক অনুদান করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা যেন সুষ্ঠ সুন্দরভাবে উদযাপন করতে পারে এজন্য সরকার আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে নীতিগত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারই ধারাবাহিকতায় বিভিন্ন পূজা মন্ডপে সরকারি অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন হয় এ লক্ষ্যে বিরামপুর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবেন যেন কোথাও কোন প্রকার অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন,বিরামপুর পৌর বিএনপি’র সভাপতি হুমায়ন কবির, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর মিলন, কেন্দ্রীয় জামায়াতে সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক প্রমুখ।