বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বুধবার ২৫শে ডিসেম্বর সকাল ১০ টায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় অবস্থিত সিইডি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক মেধা মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সি ই ডি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আবু বক্কর এর সভাপতিত্বে অত্র স্কুলের সাবেক শিক্ষার্থী ও দিনাজপুর চিরিরবন্দর গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়ান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাইয়ানা নওশিন নূর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিজুল দারুল হুদা স্নাতকোত্তর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম, কাটলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান মন্ডল, মোগর পাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীর অভিভাবক দারুল ইসলাম প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ সহ ফলাফল প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে অত্র স্কুলের অধ্যক্ষ আবু বক্কর বলেন আমার এই বিদ্যালয়টি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়, অনেক শ্রম ও সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আমার বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী দেশের ভালো ভালো স্কুল-কলেজে পড়াশুনা করতেছে। এছাড়াও আরো অনেকে ভালো কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার বিদ্যালয়ের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।