বিপ্লব তালুকদার,নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সিএনজি হতে চাঁদা আদায়ের সময় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জামতলী বাজার এলাকায় সিএনজি হতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনায় গোপন সংবাদ এর ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,
১। মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) পিতা আছির উদ্দিন, ২। মোঃ আসিফ আলী (১৯) পিতা দুদু প্রামাণিক, উভয়ের সাং তেরোবাড়িয়া, থানা সিংড়া,জেলা নাটোর।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সিংড়া থানায় চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে, শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।