মাসুম বিল্লাহ,বগুড়াঃ জন মানুষের বিশ্বাস আস্থা ও ভালোবাসার সংগঠন “আলোর পথের পথিক ফাউন্ডেশন” এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় অসহায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল ও চাদর বিতরণ কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করেন সংগঠনে স্বেচ্ছাসেবীরা।
বগুড়া শেরপুরে সকল ইউনিয়নে গত সপ্তাহে জুড়ে গরীব ও অসহায় লোকদের বাড়িতে ঘুরে ঘুরে অর্ধশতাধিক কম্বল ও চাদর বিতরণ করেন অত্র সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য যে, উক্ত সংগঠনটি অরাজনৈতিক, মানবকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংগঠন।
বিনা মূল্যে রক্তদান কর্মসূচিতে তাদের ২১০০ ব্যাগ রক্ত সম্পন্ন হয়েছে। তাদের এতিম শিশুদের ঈদ পোশাক,ঈদ উপহার সহ সকল সামাজিক কর্মসূচি পালিত হয়ে আসছে ২০২২ সালের ১লা রমজান ৪ এপ্রিল থেকে। রক্ত দান ও মানবসেবায় আহ্বান জানিয়ে সকলের জন্য দোয়া প্রত্যাশা করেন সংগঠনের সর্বস্তরের স্বেচ্ছাসেবী।।
প্রতি বছর শীতের সময় এই বাবারা আমাকে কম্বল দেয়,আল্লাহ তোমাদের বাচিয়ে রাখুক। এসব কথা উপজেলার খামারকান্দী ইউনিয়নের বৃদ্ধা মহিলা জমেলা বিবি।
সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান,আপনারা স্ব স্ব স্থান থেকে মানুষের সাহায্য করুন। আমরা সব সময় মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জানান শীতার্ত এতিম অসহায় মানুষের পাশে সাধ্য মতো সহযোগিতায় এগিয়ে আসুন বিনা মূল্যে রক্ত দান করুন নিজে সুস্থ থাকুন অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসুন মানবতার টানে।।
প্রতিবছর ১০০শত এতিম শিশুদের জন্য ঈদের পোশাক ও শীতার্তদের শীতবস্ত্র প্রদান করার প্রত্যাশায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আলোকিত মানুষ গড়া ও মানবতার সেবা করা।