মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ “ডিমলার কৃষি বৈচিত্র্যময় কৃষি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সমালয় চাষাবাদ (Synchronized Cultivation) বাস্তবায়নের লক্ষে ব্রি-৯২ জাতের ধানের চারা রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপনের শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (২২ জানুয়ারী) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিমলা’র আয়োজনে, ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে সমলয় চাষাবাদ বোরো ধান রোপণের শুভ উদ্বোধন করেন, নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বক্কর সাইফুল ইসলাম।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া’র সভাপতিত্বে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক(শস্য) জাকির হোসেন, অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) নিকছন চন্দ্র পাল, অতিরিক্ত কৃষি অফিসার শামিমা ইয়াসমিন, ডিমলা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হোসেন প্রমখ।
এ সময় অতিথি হিসাবে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড.এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, সমলয় চাষাবাদে ১৫০ বিঘা জমিতে উন্নত হাইব্রীড বোরো ধানের চারা সীড সোয়িং যন্ত্রের মাধ্যমে ট্রেতে তৈরি করে রাইসট্রান্সপ্লান্টার যন্রের দ্বারা রোপণ করা হয়। পরবর্তীতে একই সাথে জমি তৈরি, একই বয়সী চারা রোপণ, একই গভীরতা, সমান দুরত্বে, সার প্রয়োগ, কীটনাশক স্প্রে ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এতে উৎপাদন খরচ কম হয়। কৃষিতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পায় এবং ধানের উৎপাদন বৃদ্ধি পায়। এক বিঘা জমিতে মাত্র আধা ঘণ্টায় চারা রোপণ করা হয়। বিরুপ আবহাওয়া হওয়ার কারণে আজ কৃষি হুমকির মধ্যে রয়েছে। এসব হুমকির মধ্যে দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্যই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, কৃষিকে আধুনিকিকরণ ও যান্ত্রিকীকরণ করার জন্য আজকের এই প্রেয়াস।