বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে স্ত্রী কর্তৃক নিজ স্বামীর জীবন নাশের চেষ্টাকরায় থানায় অভিযোগ দায়ের করেন স্বামী কামরুজ্জামান। অভিযোগ সূত্রে জানাযায়,শিউলী আক্তারের সাথে গত ২৬ বছর পূর্বে পারিবারিক ভাবে কামরুজ্জামানের বিবাহ হয়। বিবাহের পর হইতে অদ্যাবধি বিবাদী শিউলী আক্তার আমার কথাকে অমান্য এবং নিজের ইচ্ছে মতো চলাফেরা করে। আমি কাজের সুবাদে বাহিরে গেলে বিভিন্ন ছেলেদের সঙ্গে বাহিরে ঘোরাফেরা করিয়া বেড়াই। আমি উপরোক্ত বিষয়ে বাঁধা নিষেধ করিলে আমাকেই অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। একপর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে তহিদুল ইসলাম ও তুহিনকে ডাকিয়া আনিয়া আমাকে মারধর করে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ২৯/০১/২০২৫ ইং তারিখে দিবাগত রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় আমার স্ত্রী শিউলী আক্তার অপরিচিত অজ্ঞাত ছেলের মোটর সাইকেল যোগে আমার বর্তমান ঠিকানা বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণচাঁদপুর, ভোকেশনাল স্কুলের পশ্চিমে বাড়িতে আসে। আমি তাহা দেখিতে পাইয়া তাকে এতো রাতে পরপুরুষের গাড়ি করিয়া বাসার আসার কারণ জানিতে চাহিলে আমাকে অকথ্য ভাষায় গালিাগালাজ করিতে থাকে আমার স্ত্রী। একপর্যায়ে উপরোক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া উক্ত রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে দলবেঁধে লোহার রড দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করিতে থাকে। এঘটনাকে কেন্দ্র করে মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের বর্তমান ঠিকানা বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃষ্ণচাঁদপুর গ্রামের ভোকেশনাল স্কুলের পশ্চিমে মৃত সখিনকুল্লাহ মন্ডলের ছেলে বাদি কামরুজ্জামান (৪৫) তার নিজ স্ত্রী একি গ্রামের মৃত আনছার আলীর মেয়ের নামে বিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।