রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: মো: মিজানুর রহমান রাজশাহী মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন সহ সরকার পতনের একদফা আন্দোলনে পুঠিয়া উপজেলা হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক ভুমি রাখেন সেখানকার ছাত্র-জনতা। এদের মধ্যে শাফিন আখতার (শাফিন) এর ভুমিকা ছিল অপরিসীম। যার পরিপ্রেক্ষিতে মো: শাফিন আখতার (শাফিন)কে রাজশাহী জেলা বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব হিসেবে কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে। এতে করে পুঠিয়া উপজেলায় সাধারণ মানুষেরা খুব খুশি হয়েছেন। ওই কমিটিতে রাজশাহী জেলা বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায়, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৪ টার সময় পুঠিয়া কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই সংবর্ধনা প্রদান করেছেন স্থানীয় ও উপজেলার সাধারণ মানুষ। এছাড়াও কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরারুল ইমাম (তানিম) আহ্বায়ক এবং রাজশাহী কলেজের শিক্ষার্থী হযরত আনাস সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবু ইয়াকুবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজশাহী কলেজের জান্নাতুল ফেরদৌস মৌকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরিকুল ইসলাম জুয়েলকে মুখ্য সংগঠক, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের আনজুমান আরা আর্শিকে মুখপাত্র এবং একই কলেজের মবিনা আক্তার মিমকে সহ-মুখপাত্র করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্য সচিব, ৭ জনকে সংগঠক এবং ৮৩ জনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শাফিনের পিতা বাবুল আখতার সহ এলাকার সাধারণ মানুষ, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।