![ঘোড়াঘাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত](https://alochitokantho.com.bd/wp-content/uploads/2025/02/1-8.jpg)
![](https://alochitokantho.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সুসংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৩ টায় ঘোড়াঘাট উপজেলার কৃষক-দলের আয়োজনে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ানের রাণীগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষকদলের সদস্য-সচিব নেওয়াজ শরিফের সঞ্চালনায় ও উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক আবু সাইদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক-সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মেজবাউল আলম জুয়েল সরকার, প্রমুখ। এ সময় আরও উপস্থিত ঘোড়াঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবদল, তাতীঁদল, ছাত্রদল সহ অনেকেই উপস্থিত ছিলেন।