এম আমিরুল ইসলাম এলএলবি। দুপচাচিয়া প্রতিনিধি। দুপচাঁচিয়া উপজেলার ভুঁইপুর গ্রামবাসিদের আয়োজনে, এ এম রেমেণ্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৪/২৫ এর ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুটি দল ধুপছায়া ব্যাডমিন্টন একাডেমি বনাম দুপচাঁচিয়া ব্যাডমিন্টন একাডেমি খেলায় মুখোমুখি হয়। খেলায় ধুপছায়া ব্যাডমিন্টন একাডেমি ২-০ সেটে দুপচাঁচিয়া কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এডভোকেট মোঃআতাউর রহমান খান (মুক্তা), সভাপতি, বার সমিতি এবং আইন কলেজ বগুড়া। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক, চেয়ারম্যান গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আতিকুর রহমান মুন, জেলা সমবায় অফিসার কুড়িগ্রাম। খেলা শেষে এ.এম রেইমেন্টস এর স্বত্বাধিকারীর আশাদুল ইসলাম (রনি)র হাতে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ।