মো. মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কালমা ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম হেলাল উদ্দিন সাকু মিয়া’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডে মরহুমের নিজ বাড়ি হাওলাদার বাড়ির (মজিবল হক মজু মিয়ার বাড়ি) দরজার ঈদগাহ ময়দানে মরহুমের পরিবারবর্গের আয়োজনে এ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্মআহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাস্টারসহ ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন।