বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে রেলওয়ে লেভেলক্রসিং গেট পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মাহাবুব হোসেন (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এঘটনায় চালকের সহকারী আরিফুল ইসলাম (২০) গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মাহাবুব হোসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের শুকুর আলীর ছেলে। আহত আরিফুল ইসলাম একই এলাকার আশরাফ আলীর ছেলে। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে গেটকিপার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি বিরামপুর-ঘোড়াঘাট (রেলগেট) অতিক্রম করছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৮৯-০৬) রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে চালক মাহবুব আলম ঘটনা স্থলে নিহত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ট্রাকের সহকারী আরিফ ইসলামকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তিনি অর্থপেডিক্স বিভাগের অতিরিক্ত ১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি। এদিকে পার্বতীপুর জিআরপি থানার (ওসি) ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত চালক মাহাবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার সহকারী আরিফ দিনাজপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় পার্বতীপুর রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব জানান, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর-ঘোড়াঘাট মহাসড়কের লেভেলক্রসিং অতিক্রম করছিল। ওই সময়ে রেলওয়ে লেভেলক্রসিংয়ের গেটকিপার ঘুমিয়ে থাকার কারণে রেলগেট খোলা ছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক রেলগেট ক্রস করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ঈশ্বরদী-পার্বতীপুর রেলরুটের বিরামপুর রেলস্টেশনের কাছে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেসের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় নিহতের ঘটনায় দায়িত্বরত ওই স্থায়ী গেইটকিপার আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী যান্ত্রিক প্রকৌশলী গোলাম মুস্তফাকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে তিন কার্যদিবসে তদন্ত করে চার্জ গঠন করে দোষী গেইট কিপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।