ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে অবৈধ ভাবে বালি উত্তোলনের গর্তে পড়ে মুনতাহা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃ'ত্যু হয়েছে। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গজালিয়া রাজঘাট এলাকায় বুধবার সকালে (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার মোহাম্মদ সাগরের একমাত্র কন্যা। জানা গেছে, প্রতিদিনের মতো খেলতে সকাল সাড়ে দশটায় বাড়ি থেকে বের হয় মুনতাহা। দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান, হোছন মাঝির অবৈধ বালি উত্তোলনের গর্তে পানিতে ভাসছে মুনতাহার নিথর দেহ। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন। নিহত মুনতাহার পিতা মোহাম্মদ সাগর জানান, আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে হোছন মাঝির অবৈধ বালি উত্তোলনের গর্ত। আমি এর ন্যায়বিচার চাই। স্থানীয় সাদ্দাম হোসেন ক্ষো'ভ প্রকাশ করে বলেন,গত তিন বছর ধরে হোছন মাঝি প্রশাসনিক কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সরকারি রিজার্ভ জায়গা থেকে অবৈ'ধভাবে বালি উত্তোলন চালিয়ে যাচ্ছে। রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, বন বিভাগের আওতাধীন নয়। এটি তাদের খতিয়ানভূক্ত জমি। স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘ'টনা। নিহ'ত পরিবারের পাশে আছি এবং অভিযুক্তদের বি'রুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সর্বোচ্চ সহায়তা করব। তবে অভিযুক্ত হোছন মাঝি কোনো মন্তব্য করতে রাজি হননি। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, ঘ'টনা জেনেছি। শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।