এসকে এম হুমায়ুন বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার আয়োজনে, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতকরণ ও ছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় জেলা কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের মেইন গেটের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় জেলা শিবিরের সভাপতি সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা শিবিরের সভাপতি আরিফ শেখ তার বক্তব্যের মাধ্যমে , শিক্ষার্থীদের হাফ ভাড়া যৌক্তিক দাবি আখ্যায়িত করে এ দাবির সাথে একমত পোষণ করেন। এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতকরণ ও ছাত্র হত্যার বিচারের দাবি সহ, বিভিন্ন সময় শিক্ষার্থীদের হয়রানি, শিক্ষার্থীদের উপর হামলা, ক্যাম্পাস থেকে অপ রাজনীতি বন্ধের দাবি করেন। এছাড়া শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির সাথে শিবির সবসময় পাশে থাকবে এই ঘোষণার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.