মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
“হাতি করলে সংরক্ষণ রক্ষা হবে সবুজ বন ”এ শ্লোগানে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের উদ্যোগে মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্যপ্রাণী রক্ষায় করণীয় বিষয়ক জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ওই রেঞ্জের ভোমরিয়া ঘোনা বন বিটের আওতাভুক্ত পানেরছড়া ঢালারমুখ পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়। ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ঢালারমুখ জামে মসজিদের পেশ ইমাম মোঃ ইউসুফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার। তিনি বলেন, হাতি আমাদের সম্পদ। হাতিসহ সব ধরনের বন্য প্রাণী রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি হাতি মারার ফাঁদ বসানোরদের ধরিয়ে দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়, ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুর ছিদ্দিক, ইউকেএফআইডির উপ-পরিচালক শফিকুর রহমান, বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মোঃ রাহাত হোসেন, মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোছাইন খান রনি, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল, বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান প্রমুখ।
এতে বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক, সামাজিক বনায়নের উপকারভোগী, ভিলেজার, হেডম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.