আরিফুজ্জামান চাকলাদার আপেল
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিন ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনকে সামনে রেখে গত ৭ ডিসেম্বর মঙ্গলবার ১৫১ জন প্রার্থীর মাঝে নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমাদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষনা করেছে। উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে চেয়ারম্যান, মেম্বর প্রার্থীর ও তাদের সমর্থকদের উপস্থিতির মধ্য দিযে এ প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন।
উপজেলার তিনটি ইউনিয়নের ১৯ জন চেয়ারম্যান প্রার্থী,সংরক্ষিত আসনের মহিলা ৩৭ জন ও সাধারণ সদস্য ৯৫ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষনা দেওয়া হয়।
তিনটি ইউনিয়নে চেযারম্যান প্রার্থীরা ভোট যুদ্ধে লড়াই করবেন,
৪ নম্বর টগরবন্দ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিয়া আসাদুজ্জামান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. ইমাম হাসান শিপন (চশমা), মো. নাছির উদ্দীন আহমেদ (আনারস), এস এম কামাল হোসেন (রজনীগন্ধা), মো. তবিবুর রহমান (মোটরসাইকেল), শেখ শাহীদুজ্জামান (টেলিফোন) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রুহুল আমীন (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
৫ নম্বর বানা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান মিয়া জিল্লু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কাজী হারুনার রশীদ (মোটরসাইকেল), মো. আ. কাদের শেখ (টেবিল ফ্যান), মো. আব্দুল কুদ্দুস (আনারস), মো. নজরুল ইসলাম শরীফ (টেলিফোন), মো. হারুন অর রশীদ শরীফ (চশমা), মো. হুমায়ুন কবীর (ঘোড়া) ও হাদী হুমায়ুন কবীর বাবু (অটো রিক্সা) প্রতীক পেয়েছেন।
৬ নম্বর পাঁচুড়িয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম মিজানুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. খালিদ মোশারফ রঞ্জু (আনারস), মো. আল মামুন মিয়া (চশমা) ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল হালিম শেখ (হাতপাখা) প্রতীক পেয়েছেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শামীম আহমাদ বলেন, তিনটি ইউনিয়নে বৈধ্য প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণসংযোগ করতে পারবেন। প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।’
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.