রাম বসাক , শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের কারণে সরিষা হেলে পড়েছে।
বৃষ্টি ও দমকা বাতাস হওয়ায় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের মাঠে সরিষা ফসল মাটিতে হেলে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের মাঠে , ডায়া গ্রামের মাঠে ও রতনকান্দিগ্রাম ঘুরে দেখা যায়,তিন দিনের টানা বৃষ্টি ও দমকা বাতাসে সরিষা মাটিতে নুয়ে পড়েছে। নুয়ে পড়া গাছগুলোর নিচেই বৃষ্টির পানি জমে আছে।
রতনকান্দি গ্রামের কৃষক গোলাম শেখদৈনিক আলোচিত কন্ঠপত্রিকার প্রতিনিধিকে বলেন, ‘বৃষ্টিতে সরিষা ক্ষেতের সব সরিষা নুয়ে পড়েছে। যদি এভাবে আর ২/১দিনবৃষ্টি হলে অর্ধেক সরিষা নষ্ট হয়ে যাবার সম্ভবনা রয়েছে।
গত বছর আমরা সরিষা ভালো ফলন পেয়ে ছিলাম। তবে এবারও সরিষার ফুল দেখে বাম্পার ফলনের আশা করেছিলাম। কিন্তু এবার বৃষ্টি ও দমকা বাতাসের কারণে চাষাবাদের খরচের ধারদেনা কাটিয়ে উঠতে পারব না।
কৃষক রতনসরকার বলেন, গত বছর সরিষা ভালো ফলন হওয়ায় এবার আমি ১০ বিঘা জমিতে সরিষা রোপণ করেছি, তবে বৃষ্টির হওয়ায় ও দমকা বাতাসের কারণে সব সরিষা গাছ মাটিতে নুয়ে পরেছে ও খেতে পানি জমায় অর্ধেক সরিষার ফুল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি।
আরেক কৃষক মোঃ গোলাম আলি বলেন,আমি ৪বিঘা জমিতে সরিষা আবাদ করেছি তবে বৃষ্টির হওয়ায় ও দমকা বাতাসের কারণে সব সরিষা গাছ মাটিতে নুয়ে পরেছে। তবে আবহাওয়া ভালো ও রোদ উঠলেই সরিষা গাছ দারিয়ে যাবে তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই।
শাহজাদপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, চলতি বছরে ১২ হাজার ৭৮০হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।তবে কৃষি কর্মকর্তা জানিয়েছেন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি হওয়ায় সরিষা মাটিতে নুয়ে পড়লেও তেমন কোন ক্ষতির আশঙ্কা নেই।আবহাওয়া ভালো হলে ও রোদ উঠলেই সরিষার তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.