মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের আজ বিনামূল্যে বীজ সহায়তা বিতরণ করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তত্ত্বাবধানে বিকেলে ঈদগাঁও ইউনিয়ন পরিষদে কৃষকদেরকে এ প্রণোদনা দেয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলতি অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধান উৎপাদনের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়। বিতরণকৃত বীজের মধ্যে ছিল হাইব্রিড ও ঊফসী ধান, সরিষা, বাদাম ও সার। ইউনিয়নের ৪১২ জন কৃষককে এসব বীজ বিতরণ করা হয় বলে জানান ঈদগাঁও ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসাইন। বিতরণকালে ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম সহ সদস্য, সদস্যা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.