এসকে এম হুমায়ুন বাগেরহাট জেলা প্রতিনিধি।।
কচুয়াতে শহিদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধ হোক শিরোনামে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় নারী ও মেয়েদের লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিন ব্যাপী সক্রিয় কর্মসূচির অংশ হিসাবে ৮ ডিসেম্বর বুধবার কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় "নারীনির্যাতন বন্ধ করি কমলা রংয়ের বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে উপজেলার মঘিয়া ইউনিয়নের শহীদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ে এ বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।অনুষ্ঠানে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থী সক্রিয় অংশ গ্রহণ করে।এসময় বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে হাতের ছাপ একে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গিকার করেন ও সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ আশা করেন।সচেতনতার অংশ হিসাবে তারা বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন।পরে বিদ্যালয়ের নিজস্ব হলরুমে মেয়েশিশুরা এক হয়ে হাতে বন্ধ হোক সহিংসতা লিখে প্রতিবাদ জানান।অনুষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ছেলে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।
এদিন অনুষ্ঠানে কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,কল্লোল বেনজামিন দাস,রিপন হালদার,শিউলি কস্তা,এপির ক্রিস্টিয়ানো রাখি ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.