জামালপুর জেলা প্রতিনিধি-
জামালপুরের পুলিশ সুপারকে জামালপুর থেকে প্রত্যাহারের দাবীতে বুধবার সকালে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গনে
সাংবাদিকদের নির্বাক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জামালপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজ রায়হান সাদা এবং সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা, এটিএন নিউজের জামালপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লুৎফর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের নিয়ে গত শুক্রবার জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের আপত্তিকর বক্তব্য ও হুমকি প্রদানের প্রতিবাদে অভিযুক্ত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে অনতিবিলম্বে জামালপুর থেকে প্রত্যাহারের দাবীতে জামালপুর জেলার কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেধে নির্বাক প্রতিবাদ কর্মসুচী পালন করেছে।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, দৈনিক সমকাল ও ২৪ টিভি'র জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শোয়েব খান, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি এম সুলতান আলম, শওকত জামান, মেলান্দহ উপজেলার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহ জামাল, দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, সময় টিভি'র জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান ডল, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুনিরুল হক নোবেল প্রমূখ। সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচী দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.