স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস কে সামনে রেখে ও বাজুয়া হাটবাজারের উন্নয়ন কল্পে ব্যাবসায়িকদের এক মতবিনিময় সভা বাজুয়া বাজারের বিশিষ্ঠ ব্যাবসায়িকও সমাজ সেবক নিমাই চাঁদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও লাউডোব ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ।এসময় তিনি বলেন বাজুয়া বাজার কে একটি মডেল বাজার হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সব রকম উদ্যোগ নেওয়া হবে।ময়লা আর্বেজনা যতাতথা ফেলা যাবেনা এমন কি পানি নিস্কাশনের জন্য ড্রেন কে সব সময় পরিস্কার পরিছন্ন রাখার জন্য ব্যাবস্হা গ্রহন করা হবে। ব্যাবসায়ীদের নিজ অবস্হান থেকে নিজ নিজ প্রতিষ্ঠান এর সামনে পরিছন্নতা রাখার আহবান জানান।তিনি আরো বলেন তিশলক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিজয় পতাকা যাতে করে
কোন রকম অবমাননা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও বিজয় দিবস
কে যথাযত মর্যদায় পালন করার জন্য ব্যাবসায়ীদের
প্রতি তিনি আহবান জানান।
গতকাল ৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যার পর বাজুয়া বাজারের ছাটঘর এ অনুষ্ঠানে মতবিনিময় সভায় তন্ময় রায়ের পরিচালনায় বক্তিতা করেন অচিন্ত সাহা,কার্ত্তিক মন্ডল,অশোক দাস,রতন সাহা,সতেজ সরকার, জয়ন্ত রায়,, ইউপি সদস্য নিহার মন্ডল,তাপস হালদার,নিতাই জোদ্দার,বাবলুগাজী প্রদিপ সরদার,শীবাশীষ রায়,লিপি মন্ডল লক্ষন মন্ডল,সুব্রত সরকার,সহ সকল ইউপি সদস্য বৃন্দ
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.