তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধী।
আপনার অধিকার' 'আপনার দায়িত্ব, 'দুর্নীতিকে না বলুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে তাহিরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উৎযাপন হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন ও তাহিরপুর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উৎযাপন হয়।
দিবসটি উপলক্ষে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সকালে একটি বর্ণাঢ্য র্র্যালী বের করা হয়। র্র্যালিটি উপজেলা ও তাহিরপুর সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা সাবেক উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ।দুর্নীতি বিরোধী কমিটির তাহিরপুর উপজেলা শাখার সভাপতি গোলাম মস্তফা,উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন,তাহিরপুর থানার এস আই মো. গোলাম হক্কানী, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি বিভুদান বিশ্বাস, দুর্নীতি বিরোধী কমিটির সদস্য জনাব আবুল কাশেম, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার,আওয়ামী লীগ সদস্য লুৎফর রহমান লাকসাব,আব্দুল হাই কালাচান, শিক্ষার্থী হাবিকুল ইসলাম, তাসলিমা সুলতানা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.