সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম : ০৯.১২.২০২১
আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে সাংবাদিক ওরিয়েটেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওরিয়েটেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার। এসময় আরো উপস্থিত ছিলেন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: তরিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: জীবন কৃঞ্চ রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ভারপ্রাপ্ত জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।
সিভিল সার্জন ডা: এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী জানান, জেলার ৯ উপজেলা ও তিনটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৭শ ৬১ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯১ হাজার ৮শ ২৬ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.