বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহারের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে বিতর্কের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের ১৪ নং মলুহার ওয়াজেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০০৭-০৮ অর্থবছরে নির্মিত একতলা ভবনটির জমির মালিক বলে দাবি করে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় নূর আহম্মেদ 'র ছেলে নুরুজ্জামান (আল আমিন)। তিনি অভিযোগে বলেন ১৪ নং মলুহার ওয়াজেদিয়া ২য় নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দক্ষিন বরাবর নির্মিত ভবনটি তাদের পৈত্তিক সম্পত্ত্বির উপর যা তাদের অজ্ঞাত ভাবে নির্মিত হয়েছে। দীর্ঘ ৫২ বছর এলাকা থেকে দূরে থাকার সুযোগে বিদ্যালয়ের তিন কক্ষ বিশিষ্ট এক তলার এই সম্প্রসারিত ভবনটি নির্মান করা হয়। তিনি আরো জানান কিছুদিন পূর্বে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি যে দলিল দেখান তাকে ঐ জায়গার কথা উল্লেখ নেই। যে জায়গার দলিল দেয়া হয়েছে সেটা অন্যরা ভোগ দখলে রয়েছে। ঐ জমির মৌজা মলুহার, জে এল নং ০৯ খতিয়ান নং ৭৮, দাগ নম্বর১৬৫১। এ বিষয়ে নুরুজ্জামান
বলেন আমরা আইনে শ্রোদ্ধা করি। তাই যে জমির দলিল স্কুল কর্তৃপক্ষের কাছে রয়েছে তারা সেই জায়গায় স্কুল কার্যক্রম পরিচালনা করে আমাদের পৈত্রিক সম্পত্ত্বির উপর নির্মিত ভবনটি অপসারন কর অবমুক্ত করে দিক। এ বিয়য়ে স্কুলের সভাপতি মোঃ আলহা্জ আবু সালেহ ও তার ছেলে সম্রাট বলেন এই জমি নুরুজ্জানদের এটা ঠিক। তবে আমরা সমপরিমান জায়গা এওয়াজ বদল করে তাদের দিয়ে দিয়েছি। এ প্রসংগে স্কুলের প্রধার শিক্ষক এওয়াজ বদলের কোন কাগজ দেখাতে পারে নি। এ প্রসংগে সহকারী শিক্ষা অফিসার সামীম আহম্মেদ বলেন স্কুলের জমির দলিল ও যাতীয় কাগজ পেয়েছি। প্রারম্ভিক অবস্থায় আমার মনে হয়েছে স্কুল ঠিক জায়গায় রয়েছে। তারপর ও তদন্ত সাপেক্ষে সঠিকটা নিরূপন করা হবে। এ প্রসংগে প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম তালুকদার বলেন একটা লিখিত অভিযোগ আমরা পেয়েছি, একজন সহকারী শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.