বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রী ইমরান আহমদ এমপি চা - শ্রমিকদের বাসগৃহ, তৈয়ব আলী ডিগ্রী কলেজের ৪ তলা আইসিটি ভবন উদ্বোধন, সৌদি আরবগামীদের হোটেল কোয়ারান্টাইন ভাবত ভর্তুকির চেক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন।
১০ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টা৩০মিনিটে মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে শ্রীপুর চা বাগানে ২ টি বাসগৃহ উদ্বোধন করেন। ৩টায় জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের নব নির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্বোধন করেন। ৩ টা ৪৫মিনিটে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে মন্ত্রী সৌদি আরব গামীকর্মীদের হোটেল কোয়ারান্টাইনের ভর্তুকির চেক বিতরণ করেন ও সর্বশেষ জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং সদস্যাদের সাথে মতবিনিময় করেন।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত আজমেরী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম, এ ।জৈন্তাপুর, কানাইঘাট, সার্কেল, সিনিয়র এ এস পি আব্দুল করিম,উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ডক্টর এনামুল হক সরদার ।
এসাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ পরগনার শালিশ সমন্বয় কমেটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফখরুল ইসলাম, সুলতান করিম, রফিক আহমদ, কামরুজ্জামান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের উপ -দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, নিজপাট ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা হায়দর আলী, হাসিনুল হক হুসন, সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আমিন আহমদ, রুবেল শরিফ, বিভিন্ন ইউনিয়নের সদস্য এবং সদস্যা বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.