রাম বসাক শাহজাদপুর( সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মৌসুমি ইরি-বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন অত্র উপজেলার কৃষক ও কৃষাণীরা।হেমন্তের আধো শীত, আধো গরম এবং ঘন কুয়াশা উপেক্ষা করে তৈরি করা জমিতে ধানের বীজ এবং চারা বপনকরছেন কৃষকরা।স্থানীয় কৃষি অফিসের তথ্য মতে শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন যায়গায় এবার প্রায় পাঁচ হাজার,পাঁচ শত,পঁচিশ হেক্টর জমিতে এ ধানের বীজ বপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তথ্য মতে,ইতিমধ্যেই প্রায় দুই তৃতীয়াংশ জমিতে ধানের বীজ বপন করা হয়েছে। এ সব বীজ তলায় বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বপন করা হয়েছে এবং আগামীতেও হবে। বীজ তলা বপন উপযোগী করার কাজ চলছে প্রতিনিয়ত। আগামী ২/৩ সপ্তাহের মধ্যে নির্ধারিত জমিতে বীজতলা তৈরির কাজ ও বপন কাজ শেষ হবে বলে জানান স্থানীয় কৃষকরা।স্থায়ীন কৃষকরা আরো জানান, ক্ষনস্থায়ী বন্যার কারনে এবার জমির পানি সময়ের আগেই চলে গিয়েছে বিধায় বীজ তলা তৈরি ও বীজ বপনের কাজ কিছুটা আগে ভাগেই শুরু করা হয়েছে। অনেক জায়গায় বীজ তলায় চারা রোপণ করা হয়েছে এবং অনেক বড় হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এ মাসের শেষের দিকে তীব্রশীত ও ঘনকুয়াশা জেঁকে বসবে। তাই শীত ও ঘন কুয়াশা জনিত কারণে চারা গজাঁতে জটিলতার সৃষ্টি হতে পারে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.