মোঃ আসাদুজ্জমান আপেল পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে সরকারি বিধিমালা ভঙ্গ করে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ এক ব্যক্তিকে মনোনয়ন দেয়। মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল মামুন দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়ন দাখিল করেন।
ইব্রাহিম খলিল মামুন সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে তিনি আবার সোনাহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আছেন। একজন সরকারি কর্মচারী হয়ে কিভাবে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আছেন তার উত্তর স্থানীয় লোকজন খুজে পাচ্ছেন না।
সরকারি চাকুরির পাশাপাশি তিনি সোনাহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাবস্থায় নিয়োগ বানিজ্য করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। এনিয়ে পঞ্চগড় আদালতে মামলাও চলছিল।
পঞ্চগড় জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল মামুন কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি (কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার) পদে ২০১৩ সাল যোগদান করেন। বর্তমানে তিনি উপজেলার ধোকরপাটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। ইব্রাহিম খলিলের সোনালী ব্যাংক দেবীগঞ্জ শাখার অ্যাকাউন্ট নাম্বারে (১৯০৭৫০১০১৫২৫০) গত (নভেম্বর) মাসের বেতন প্রেরণ করা হয়েছে।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ এর কর্মকর্তা-কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৯ (খসড়া) এর ৩৮ ধারার উপধারা ২ (ক) অনুযায়ী কোন কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না। এবং উপধারা ৫ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীর কোন বিষয়ে হস্তক্ষেপের জন্য মন্ত্রী বা সংসদ সদস্য বা অন্য কোন সরকারি-বেসরকারি ব্যক্তির শরণাপন্ন হতে পারবে না। প্রবিধানমালার ৪৩ ধারার উপধারা ১ অনুযায়ী কমিউনিটি ক্লিনিকের কোন কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। এবং উপধারা ৩ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ ও প্রভাব খাটাতে পারবেন না।
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর জন্য নির্বাচন কমিশন থেকে প্রকাশিত পরিপত্র-২ এ প্রার্থীর অযোগ্যতা অংশে উল্লেখ আছে প্রজাতন্ত্রের কোন লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিলেও ইব্রাহিম খলিল এখন পর্যন্ত চাকরি থেকে ইস্তফা দেননি। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান বলেন, যেহেতু উনি চাকরি করছেন, তাই রাজনীতিতে অংশ নিতে পারবেন না।
সোনাহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নৌকা মার্কা মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম খলিল মামুন বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে আওয়ামী লীগ পরিবারের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ও আওয়ামী লীগের রাজনীতি করি, যেহেতু আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি, আমি নির্বাচন করবো, প্রয়োজনে চাকরি ছেড়ে দিব।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, আমরা বিধিমালা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিব।
পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান বলেন, সিএইচসিপি পদে কর্মরতরা সরকারি তহবিল থেকে বেতন ভোগ করছেন। তাই অবশ্যই এটি লাভজনক পদ।
উল্লেখ্য, ইসি'র তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হবে।
১১/১২/২০২১
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.