হেলাল হোসেন কবিরঃ
মাংসে এক টুকরো চর্বি দেওয়াকে কেন্দ্র করে কসাইকে কোপানোর অভিযোগ উঠেছে এক প্রভাষক উপর ।
জানা যায়, ১১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯ ঘটিকায়
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে কসাই কাছে মাংস নিতে যায় সাপ্টবাড়ি কলেজের কৃষি শিক্ষা বিষয়ের
প্রভাষক মোঃ হয়রত আলী (৪৪)। এই সময় কসাই শহীদুল (৩৩) মাংসে একটুকরো চর্বি গচিয়ে দিতে ধরে। এই নিয়ে কথাকাটাকাটি চলতে থাকে। ঘটনার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কসাইখানার ধারালো চপ্পল দিয়ে প্রভাষক হয়রত কসাই শহীদুলের মাথায় এলোপাতারি কুপিয়ে যখম করে।
এই ঘটনায় বাজারে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা হতবাক। একজন শিক্ষক এমন কাজ কিভাবে করতে পারে। আহত কসাইকে বাজারে সদাইপাতি করতে আসা আগুন্তক গণ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। তার মাথায় ও শরীরে একাধিক সেলাই পড়েছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে।
কসাইয়ের বড়ভাই সিরাজুল ইসলাম জানান, তার অবস্থা আশস্কাজনক। রোগী নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আহতের স্ত্রী মাসুদা বেগম বাদি হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই প্রতিবেদন করার আগ পযর্ন্ত থানায় কোন অভিযোগ হয়নি মর্মে জানায় আতিদমারী থানা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.