স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে ১২ ডিসেম্বর ২০২১ইং তারিখে বিভিন্ন আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ৯টায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তাবক অর্পণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অপরাধ) মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি-শিক্ষা) ইসরাত জাহান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর ইউএনও জান্নাত আরা নাহিদ ও বিশিস্ট লেখক কবি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার মো.মুজিবুর রহমান, সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। পরে জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। #
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.