চুয়াডাঙ্গায় বেনাপোলএক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিক
ইয়াসির আরাফাত মিলনঃ
আপ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যশোর বেনাপোল থেকে নিদ্রিষ্ট সময়ে ছেড়ে আসলেও চুয়াডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে পৌছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে যান। বেনাপোল এক্সপ্রেসের পরিচালক আলমগীর হোসেন জানান টানা দুই ঘন্টা চেষ্টার পর ইঞ্জিন কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আমরা ঈশ্বর্রদী রেল ষ্টেশনে পৌছিয়ে ইঞ্জিন পরিবর্তন করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই। করোনা পরবর্তী গত ২ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর মহোদ্বয়ের প্রচেষ্টায় পুণরায় চালু হয় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি । কিন্তু চালু হলেও তা আগের তুলনায় নিম্নমানের কোচ এবং পুরাতন ইঞ্জিন দিয়ে পরিচালি হচ্ছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.