যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।
এ সময় সিইসি বলেন, আমরা যাতে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন মিস না করি সেই বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরে তফসিল দিতে হবে।
তিনি আরও বলেন, তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছিল। আমরা সব বলেছি। তারা আমাদের সহায়তা করতে চায়।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd