সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদীতে উদ্বোধন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। রবিবার (১২ই ডিসেম্বর) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বন্ধু মহলের উদ্যোগে ইসলামপুর সামাদের ঘাটে দুধকুমার নদীতে নৌকাবাইচের এই প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। উদ্বোধনী নৌকাবাইচ প্রতিযোগিতায় সোনার বাংলা ও রকেট দল অংশ গ্রহন করে। এতে রকেট দল বিজয়ী হয়।
নদীমাতৃক এই বাংলাদেশে গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নৌকাবাইচ দেখতে দুপুর থেকে নদী তীরে ভিড় জমায় শত শত নারী পুরুষ। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন দুর-দুরান্ত থেকে আসা লোকেরা। ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলায় মুগ্ধতা প্রকাশ পায় উৎসুক জনতার চোখে-মুখে।
নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা শহিদুল ইসলাম, আলমগীর, মাইদুল ও শিপন মিয়া বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা দেখতে এসেছি। পড়ন্ত বিকেলে একরাশ নির্মল জলরাশিতে বর্ণিল এই নৌকাবাইচ দেখতে নদী তীরে ভিড় জমিয়েছে শত শত নারী পুরুষ এটা দেখে খব ভালো লাগছে এবং আমরা খুব আনন্দ পেয়েছি।
অবাহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা। আয়োজক কমিটি জানান, এই প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরুস্কার প্রদান করা হবে। প্রথম পুরুস্কার একটি বড় গরু, দ্বিতীয় পুরুস্কার একটি মাঝারি গরু ও তৃতীয় পুরুস্কার একটি খাসি দেওয়া হবে। আয়োজক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন আজকে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হলো যা ধারাবাহিক ভাবে সাতদিন চলবে। এখন পর্যন্ত ছয়টি দল অংশগ্রহনের জন্য নাম নিবন্ধন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন, পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাইকেরছড়া ১নং ওয়ার্ডের ইউ পি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান, ইসলামপুর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন সরদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.