.
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহি বাস-ট্রাক সংঘর্ষে নারী পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছে স্থ্নীয় লোকজন
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের কামাইছড়া নামকস্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি তবে বাস ও ট্রাকের চালককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট বিরতীহিন বাসটি কামাইছড়া নামক স্থানে পৌছলে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা ট্রাকটি বাসটির সাথে সংঘর্ষ বাধে। এসময় বাসটি দুমড়ে মুছড়ে গিয়ে একটি বিদ্যুতের কুটির সাথে আটকা পড়ে এ ঘটনায় প্রায় ২০ জন নারী পুরুষ আহত হয়েছেন।
মিরপুর প্রেসক্লাব সভাপতি সমুজ আলী রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.