মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের ছেলে হযরত আলী (৩০)। ১৩ ডিসেম্বর (সোমবার) বেলা সাড়ে ১২ টায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় কয়েকজন বারকি শ্রমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জীবিকার টানে পাথর উত্তোলনের জন্য ডাউকি নদীতে আসেন হযরত আলী। পাথর উত্তোলনের জন্য পানির নিচে পাথর তুলতে ডোব দিলে উপর থেকে মাটি ভেঙ্গে পড়ে পানির নিচেই তিনি চাপা পড়েন। দীর্ঘ সময় অতিবাহিত হলে তার সাথে থাকা কয়েকজন শ্রমিক সন্দেহ করেন কোনো বিপদ হলো কিনা। পরে সাথে থাকা এক বারকি শ্রমিক তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন, তার উপর মাটির চাপ পরে রয়েছে। পরে সে উপরে উঠে সাথে থাকা বারকি শ্রমিকদের বিষয়টি জানায়। পরে কয়েকজন বারকি শ্রমিক ডুবিয়ে নিহত হযরত আলীর লাশ উদ্ধার করে।
জাফলং এলাকাবাসী জানান, কিছুদিন পূর্বে পাথর খেকু ইমরান হোসেন সুমন উরফে জামাই সুমনের নেতৃত্বে প্রশাসন ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে ইসিএ ভূক্ত এলাকায় এই গর্ত করে বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে৷ এনিয়ে প্রশাসন অভিযান চালালেও রহস্যজনক কারণে পাথর খেকু চক্রের সদস্য জামাই সুমন তার অবৈধ কার্যক্রম অব্যাহত রাখায় এই শ্রমিকের মৃত্যু হয়৷
এবিষয় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে হযরত আলী নামের এক বারকি শ্রমিক নিহত হয়েছে শুনেছি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এবং লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.