যথাযোগ্য মর্যাদায় বরগুনা জেলাধীন বামনা উপজেলায়,
শহিদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
মোঃ আল আমিন হোসেন
বামনা ( বরগুনা) প্রতিনিধি।
আজ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিক ভাবে নিঃস্ব করতেই বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেসকল শহীদদের স্মরণ ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বামনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, হাজী ইউসুফ আলী হাং, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির, সাবেক অধ্যাপক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা বরগুনা এর সাধারন সম্পাদক পরিমল চন্দ্র কর্মকার, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব সরদার সেলিম আল হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জয়নাল আবেদীন খান,সাবেক ডেপুটি কমান্ডার জনাব আব্দুস সোবাহান, সাবেক ডেপুটি কমান্ডার জনাব তোফায়েল আহম্মেদ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.