বিজয় দিবসে-২০২১
দুমকীতে জুতা পায়ে ইউএনও'র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন
মোঃ সিফাত হোসেন,
পটুয়াখালী প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মহান বিজয় দিবসে পটুয়াখালীর দুমকীতে জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন উপজেলা পরিষদ ও প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ ডিসম্বর) সকাল সাড়ে ৭টায় জেলার দুমকী উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্যোদিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার ও ইউএনও মো. শাহাদাৎ হোসেন'র নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে প্রশাসনের একজন কর্মকর্তা জুতা পায়ে বেদিতে ওঠেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড এবং মুহুর্তেই ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এমন চিত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সবাই। একইসাথে জুতা পায়ের ওই ব্যক্তিটিকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের দাবিও করেছেন তারা।
এবিষয়ে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, অনুষ্ঠান শুরুর পূর্বে মাইক দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে শুনলাম।
উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, এটি হওয়ার কথা নয়। আমি এখনও দেখিনি। তবে কেউ জুতা নিয়ে বেদিতে উঠলে তা অত্যন্ত দুঃখজনক।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.