রাম বসাক , শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধে ভরপুর শাহজাদপুরে গত ১৫ ই ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল
কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বিসিক বাসস্ট্যান্ডস্থ মনি কমপ্লেক্স মার্কেটের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯৫(তিনশত পঁচানব্বই) পিচ ইয়াবাসহ ০২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল এবং নগদ ১৭১০/-(এক হাজার সাতশত দশ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১. মোঃ ফারুক(৪২) পিতা- মৃত আবুল হোসেন সাং- পোতাজিয়া বাজার পাড়া, ডাকঘর-পোতাজিয়া, ২. মোঃ বাবু মিয়া(৩৯) পিতা- মোঃ ময়েন মোল্লা, সাং- বাদলবাড়ি উভয় থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।
র্যাব-১২ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানান, এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.