স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। প্রতু্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সকল সরকারি আধা সরকারি, স্বায়ত্ব শাসিত ভবনে জাতীয় পতাকা উক্তোলন। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উক্তোলন, কুচকাওয়াজ ওশরীরচর্চা প্রদর্শনী। পরবর্তী তে বীরমুক্তিযোদ্দাদের সংবর্ধনা ও আলোচন সভা। মুক্তিযুদ্ধ ভিক্তিক রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন ও শিশু -কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয় জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্বের শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও প্রর্থনা করা। দুপুরে হাসপাতাল, এতিমখানা ও থানা হাজত খানায় উন্নত মানের খাবার পরিবেশন। প্রীতিফুটবল সহ পুরষ্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৪টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালী শপথ বাক্য পাঠকরান।এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -১ আসনের জাতীয় সংসদ সদস্য ও হুইপ শ্রী পঞ্চানন বিশ্বাস সহ উপজেলা পরিষদে র সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সর্বসস্তেরের জনগন অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.