মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে নভেম্বর মাসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে পানি সরবরাহ। তাই কয়েক শত বিঘা আবাদি জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা। রানীশংকৈল উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নভেম্বর মাসের ছয়টি অক্টোবর মাসের দুইটি সহ মোট আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। একারণে ঐ সব গভীর নলকূপ থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে সুবিধাভোগী কৃষকদের নিজেদের অর্থায়নে ট্রান্সফরমার ক্রয় করে নলকূপ চালু করতে হবে। এদিকে কৃষকেরা বলছেন, রাতে কারা এই চুরির ঘটনা ঘটাল, তা আমরা জানি না। আমরা কেন টাকা দিয়ে ট্রান্সফরমার কিনব। আমরা তো আর বিনা পয়সায় পানি নিই না। তারা তো এখান থেকে লাভবান হয়। তা ছাড়া তাদের কারণে আমাদের সেচ মেশিনগুলো বন্ধ করে রেখেছি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সুূত্র জানায়, চুরি হওয়া ট্রান্সফরমারগুলো হলো উপজেলার নয়নপুর, সন্ধ্যারই, বলিদ্বাড়া, খঞ্জনা, সন্ধ্যারই মীরডাঙ্গী অংশ, ভদ্বেশরী-১ ভদ্বেশরী-২ ও ভবানন্দপুর। রানীশংকৈল উপজেলার নয়ানপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুট্টা, গম, আলুখেতের পাশে পৃথকভাবে কয়েকজন কৃষক বসে রয়েছেন। তাঁদের মধ্যে ভুট্টাচাষি আব্দুল জালাল, কবির ও সুমনের সঙ্গে কথা হয়। তাঁরা সকলে জানান, ভুট্টাগাছের বয়স প্রায় এক মাস, তাই পানি দেওয়া জরুরি। বরেন্দ্র টিউবওয়েলের পানিতেই নির্ভর আমরা, তা বর্তমানে বিকল। পানি নেওয়া বন্ধ। কীভাবে যে খেতে পানি দেব, বুঝে আসছে না। সঠিক সময়ে পানি না দিলে ভুট্টার ফলন হওয়ার সম্ভাবনা খুব কম।
রাণীশংকৈল উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান বলেন, ‘আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। কৃষকেরা না কিনতে চাইলে আমার কাছে একটি দরখাস্ত দিতে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’
মোঃ মজিবর রহমান শেখ
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.